Admission Information 2012

Admission Information 2012

 

ফি জমা দেওয়ার পদ্ধতি

Result details


ফি জমা দেওয়ার পদ্ধতি: ভর্তি সংক্রান্ত বিভিন্ন ফি বাবদ ৯৮০/- (নয় শত আশি) টাকা টেলিটক প্রিপেইড মোবাইল হইতে ১৬২২২ নম্বরে SMS এর মাধ্যমে জমা দিতে হবে।
SMS এর মাধ্যমে টাকা জমা দওয়ার ধাপসমুহ:

  • মোবাইলের ম্যাসেজ অপসন হইতে DTAD 6XXXXXXXXXXXXX0 লিখে ১৬২২২ নম্বরে SMS করতে হইবে।

  • প্রেরিত SMS এর তথ্য সঠিক হইলে ফিরতি SMS এ আপনার নাম, ভর্তি ফি, একটি PIN ও প্রাপ্ত ইনষ্টিটিউট-টেকনোলজী জানাইয়া সম্মতি চাওয়া হইবে।

  • সম্মতি জানানোর জন্য DTAD লিখে Space দিয়ে YES লিখে Space দিয়ে PIN লিখে Space দিয়ে, নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার লিখে ১৬২২২ নম্বরে SMS করিতে হইবে। উদাহরণ:DTAD<space>YES<space>YYYYYY<space>ZZZZZZZZZZZ এখানে, YYYYYY এর স্থলে PIN এবং ZZZZZZZZZZZ এর স্থলে নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার লিখিতে হইবে। উল্লেখ্য যে, এ ক্ষেত্রে টেলিটক প্রিপেইড মোবাইলে নূন্যতম ৯৯০/- (নয়শত নব্বই) টাকা ব্যালেন্স থাকিতে হইবে।

বি: দ্র: টাকা জমা দেওয়ার ক্ষেত্রে প্রতারণা এড়ানোর জন্য বিশ্বস্থ Flexi load ডিলার/নিজস্ব টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করার পরামর্শ দেওয়া হইল।

ভর্তির জন্য টাকা জমা দেওয়ার সময়সীমা 21-06-2012 হইতে 24-06-2012 তারিখ রাত ১১:৫৯পযন্ত।